অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রস্তাবিত বাজেটে যে ঘাটতি রয়েছে, আমরা মনে করি তা পূরণ করতে পারবো।
বুধবার (২৭ এপ্রিল) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বের কারও কাছ থেকে আলাদা নেই। সবার সঙ্গে একীভূত। তারপরও ভালো অবস্থানে আছি। আমি মনে করি, যুদ্ধ থেমে যাবে। এই মারামারি-হানাহানি বন্ধ হবে। এই বিশ্বাস নিয়ে আমাদের এগোতে হবে। আমরা প্রজেকশন অনুযায়ী কাজ করছি। যদি কোনও প্রভাব পড়ে তবে সে অনুযায়ী কাজ করবো।’
জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্ববাজারে জিনিসপত্রের দাম বাড়ছে। আমি গত মিটিংয়েও পরিপূর্ণভাবে বলেছি জিনিসপত্রের দাম বাড়ছে। বিশ্বের কোন দেশে কত মূল্যস্ফীতি হয়েছে সেটা বলেছি।’